উপজেলাতথ্য প্রযুক্তি

ছাতকে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শণী

ছাতকে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শণী

ছাতক প্রতিনিধি:
ছাতক রেলওয়ে মাঠে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের যৌথ আয়োজনে প্রদর্শণী উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল। এলএফএ সানাউল হক সাজুর পরিচালনায় প্রদর্শণী মেলায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইব্রাহিম মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
প্রাণী সম্পদ ও ডেয়রী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রদর্শনীর সার্বিক সহযোগিতায় কাজ করে।
প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক লালন-পালনে কৌশল, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকুল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, উন্নত জাতের পশু পালনসহ নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এ প্রদর্শনীতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার খামারীরা ষ্টল গুলোতে গৃহপালিত গাভী, ঘোড়া, ছাগল, কবুতর, হাস-মুরগীসহ বিভিন্ন প্রজাতির গবাদি পশু নিয়ে আসেন। বিকেলে প্রদর্শণী শেষে ১৫ জন খামারীকে পুরস্কার প্রদান করা হয়।
প্রাণী সম্পদ প্রদর্শনীতে ভেটেনারী সার্জন ডা. শায়খাত হোসেন, প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. সুমন আচার্য, উপজেলা ডেয়রী এসোশিয়েশনের সভাপতি ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক আবদুল মালেক, খামারী কামরুল হাসান সবুজ, মানিক মিয়াসহ ডেয়রী এসোশিয়েশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!