আলোচিত খবরউপজেলা

ছাতকে জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন

ছাতকে জাউয়াবাজার ইউনিয়ন
পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন
জাউয়াবাজার প্রতিনিধি,
ছাতকে দেড় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এটির অানুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
প্রভাষক নাজমুল হোসেন এবং আওয়ামীলীগ নেতা আফজাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথিত বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আবদুল আহাদ, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাপস শীল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক গিয়াস মিয়া, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, ভাতগাও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুর রহমান, সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান মোজাহিদ আলী, মুক্তিযোদ্ধা মহেন্দ্র কুমার বিশ্বাস, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, আখলুছ মিয়া, আওয়ামীলীগ নেতা সৈয়দুল ইসলাম, কানাডা প্রবাসী আমজাদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা মাস্টার নাসির উদ্দিন, মাস্টার জসিম উদ্দিন, প্রভাষক মনি শংকর ভৌমিক, মোশাহিদ আলী, সাবেক চেয়ারম্যান আবদুল খালিক, মাস্টার মিসবাউজ্জুমান শিলু, উপ সহকারী প্রকৌশলী রজত কান্তি দে, কদরিছ খান, সুহেল মিয়া মেম্বার, মাহবুবুর রহমান জুসেফ, মাফিজ আলী, আমতর আলী, ইউপি সদস্য আবদুর রহিম, আবদুল হক, আঙ্গুর মিয়া, কাজী রুমেল, এসএম মাহমুদ, সোনা মিয়া, আবদুল কুদ্দুস সুমন, সাজিদুল ইসলাম বাবুল সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা সাদিকুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!