
ছাতকে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী আটক
ছাতকে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী আটক
ছাতক প্রতিনিধি,
ছাতকে কুখ্যাত অন্ত্র ব্যবসায়ি মোঃ কদ্দুছ আলী (৪৫) নামের এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ছাতক থানা পুলিশ। গত সোমবার রাতে ছাতক ও দোয়ারাবাজার থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করেছে।সে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত সমরর আলীর পুত্র মোঃ কদ্দুছ আলী। তার বিরুদ্ধে ছাতক-দোয়াবাজার থানায় দু’ সীমান্তবর্তী এলাকার কুখ্যাত ভারতীয় অস্ত্র ব্যবসায়ি হিসেবে নাম রয়েছে। দু’থানায় গরু চুরি,অস্ত্র চালান,মাদক,মটর সাইকেলসহ নানা সীমাহীন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ জানায়, সে ভারত থেকে চোরাই পথে অস্ত্র এনে বাংলাদেশে বিভিন্ন এলাকা বিক্রি করতো বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। গত ১২ ডিসেম্বর র্যাব অভিযান চালিয়ে তার প্রধান সহযোগি অস্ত্রসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তিমুলক জবানবন্ধিতে তার নামে চলে আসে।এ সুত্র ধরে গত সোমবার ছাতক থানার এস আই লিটন চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এব্যাপারে ছাতক খানার ওসি নাজিম উদ্দিন এ ঘটনার সত্যত্যা নিশ্চিত করে বলেন,আটককৃত আসামী ও তার সহযোগী হিসেবে কারা আছেন বা সে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।র্যাব গত ১২ ডিসেম্বর বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করে। (যার নং ৮)১৮৭৮ সালের অস্ত্র আইনে ১৯ এর এ ধারা মামলা রুজু করেন র্যাব।