
আন্দোলনের মাধ্যমে বিনা ভোটের সরকার হটিয়ে
দেশে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে
—- কলিম উদ্দিন আহমদ মিলন
ছাতক প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে জাতীয়তাবাদ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এ দেশে বারবার গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। বন্দী করা হয়েছিলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। ক্ষমতার অপব্যবহার করে একাধিকবার বিনা ভোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে দেশে। অবৈধ সরকারের হাতে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। কাজেই আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটিয়ে দেশে গনতন্ত্র ও ভোটের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সকল আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে ছাতক পৌর বিএনপি’র আহবায়ক, জেলা বিএনপি’র সহ-সভাপতি সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি আবদুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শামসুর রহমান বাবুল, জেলা বিএনপি’র সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বিএনপি নেতা জাহেদুল ইসলাম আহবাব, আলী আশরাফ তাহিদ, জেলা যুবদলের সহ-সভাপতি আবদুর রহিম মেম্বার, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুব আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমন, আবদুল বাকী মুহিত।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাকি বিল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসাইন, সহ সম্পাদক ইকবাল হুসেন ঝুনু, সহ-সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, সহ-শিল্প বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রুহেল, জেলা যুবদল নেতা তারেক আহমদ, জেলা ছাত্রদলের সদস্য জিসান আহমদ, সৈয়দ মেহেদী, যুবদল নেতা এনামুল হক, এম.ডি রাজু, কামরুল হাসান কামরান, আদনান কাওসার রাজ্জাক, উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমদ, রেজাউল করিম রিপন, মুহিবুর রহমান, সুমন আহমদ, আবদুল আজিজ ফয়সল, সাচ্ছা আবেদীন, অভি আম্বিয়া, আতাউর রহমান সোহাগ, মাহিব আহমদ, তারেক আহমদ, কয়েছ আহমদ, শিমু আহমদ, তানভীর আহমদ, শায়েক মিয়া, আবির হোসেন, সাব্বির আহমদ, লায়ন আহমদ, বকুল মিয়া, নাজমুল হুসাইন, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
·