ছাতকে চলাচলের অনুপযোগি একটি
রাস্তা: দুই ওয়ার্ডবাসীর দূর্ভোগ
ছাতক
সুনামগঞ্জের ছাতকের কালারুকা ইউনিয়নের দুই ওয়ার্ড বাসীর যাতায়াতের রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে গেল বছরের বন্যায়। কিন্তু আজ পর্যন্ত ওই রাস্তায় মাটি ভরাটের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। গ্রামীন এ রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। যে কারণে এলাকার জনসাধারণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বয়স্ক এবং রোগিদের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। জনবহুল প্রামীণ এ রাস্তায় মাটি ভরাট করে শিক্ষক-শিক্ষার্থী ও জনসাধারণ চলাচলের উপযোগি করে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে আবেদনকারীরা হলেন কাওসার আহমদ, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, রেজাউল করিম, শাহিন আলম, তাজ উদ্দিন, আবুল কালাম প্রমুখ।
জানা যায়, ২০২৪ সালের বন্যা ও প্রাকৃতিক দূর্যোগে উপজেলার কালারুকা ইউনিয়নের তাজপুর-কালারুকা সড়কের মধ্যবর্তী উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে রামপুর রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার ৮-৯ নং ওয়ার্ডের মানুষ। বিশেষ করে নুরুল্লাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, শাহজালাল উচ্চ বিদ্যালয় রামপুর, হাজী ইউসুফ আলী এতিমখানা দাখিল মাদরাসা ও করচা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বয়স্ক ও রোগি মানুষকে নিয়ে যাতায়াতে পড়েছেন দূর্ভোগে। জনবহুল প্রামীণ এ রাস্তায় মাটি ভরাট করে শিক্ষক-শিক্ষার্থী ও জনসাধারণ চলাচলের উপযোগি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply