শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান— প্রতিচ্ছবি আনোয়ার হোসেন রনি সকালের নীরবতা তখনও ভাঙেনি, ঢাকার শীতল হাওয়ায় ভেসে আসে শান্তি। ছোট্ট চেয়ারে বসে কাগজে চোখ বুলিয়ে রাষ্ট্রপতি যেন সাধারণ এক মানুষ, কিন্তু চোখে দীপ্তি— দেশের ভার, মানুষের আশা। মাত্র কয়েক হাজার টাকার বেতনে নিজেকে বেঁধেছিলেন শৃঙ্খলে, ১৫০
বিস্তারিত