ছাতক সিমেন্ট কোম্পানির সিবিএ সভাপতি আব্দুল কুদ্দুসের অনিয়ম দুর্নীতি তদন্ত শুরু।
ছাতক() প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের সিবিএ সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নানা অনিয়ম দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু হয়েছে। গত সোমবার সকালে কারখানায় উপস্থিত হয়ে সরেজমিন তদন্ত করে ঢাকার উদ্দেশ্য রওনা করেন তদন্ত কমিটি। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)এর একটি প্রতিষ্টান ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড।
জানা যায়, গত ২৯ আগস্ট সিমেন্ট কারখানার আবাসিক কলোনীতে বসবাসরত অস্থায়ী শ্রমিক আবু সুফিয়ান বাবুল ও আমির আলী বিসিআইসি চেয়ারম্যান বরাবর সিবিএ সভাপতি আব্দুল কুদ্দুসের নানা অনিয়ম দুর্নীতির বিষয় তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ২ অক্টোবর বিসিআইসি ঢাকার প্রধান কার্যালয়ের ৪৭৩ স্নারকে উপমহা ব্যবস্থাপক প্রশাসন এল এস এ করিমুন্নিসা চিফ অব পার্সোনেলের পক্ষে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। বিসিআইসি ঢাকার প্রধান কার্যালয়ের তদন্ত কমিটির সদস্য কর্মচারী বিভাগের উপ-কর্মচারী প্রধান (প্রশাসন)মোহাম্মদ মোস্তাকার রহমান, অর্থ বিভাগের উপ-প্রধান হিসাব রক্ষক বিপুল কুমার মজুমদার, সিলেটের ফেঞ্চুগঞ্জের (এসএফসিএল) উপ- ব্যবস্থাপক বানিজ্য মোহাম্মদ মঈনুল ইসলাম ছাতক সিমেন্ট কারখানায় উপস্থিত হয়ে দুই দিন ব্যাপী প্রাথমিক তদন্ত সম্পন্ন করেন। তদন্ত শেষে গত সোমবার সকালে ঢাকার উদ্দেশ্য রওনা করেন তারা।
এব্যাপারে অভিযোগকারী আবু সুফিয়ান বাবুল জানান, তদন্ত কমিটির কর্মকর্তারা আমার সাথে যোগাযোগ করলে আমি সঠিক বিষয় গুলো তুলে ধরি। তারা বলেছেন পরবর্তীতে আমাকে ডাকা হবে।
এব্যাপারে ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান বাদশাহ জানান, বিসিআইসির প্রধান কার্যালয়ের ৩ সদস্যের একটি কমিটি তদন্ত করে গেছে ১৫ দিনের ভিতর রিপোর্ট দেওয়া কথা রয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।##
Leave a Reply