ছাতকে মুসলমান নাগরিক সমাজ ব্যানারে মানববন্ধন:
দেশ ও জাতির কল্যানে “মুসলমান নাগরিক সমাজ” র উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ঘটিকায় গোবিন্দগঞ্জ কলেজ গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মুসলমান নাগরিক সমাজ সুনামগঞ্জ শাখার সভাপতি মাষ্টার এমদাদুল হকের সভাপতিত্বে ও দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, মাওলানা ফারুক আহমদ, মোশাররফ হোসাইন, ডা: রিপন আহমেদ, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, আলাল মিয়া প্রমুখ।
এসময় গিয়াস মিয়া, খালেদ আহমদ, আব্দুল হামিদ, সাদিকুর রহমান, আব্দুর রকিব, সিরাজুল ইসলাম, সারোয়ার হোসেন, হাবিবুর রহমান, হোসাইন আহমেদ, সুবেক নুর, সুলতান আহমদ, জামিল আহমদ, মিলাদ আহমদসহ শিক্ষানুরাগী, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে বঙ্গবন্ধু নিয়ে কটাক্ষ করলে সাথে সাথে মামলা মোকাদ্দমা ও শাস্তির ব্যবস্থা করা হতো। আমদের মহানবী (সঃ) কে অবমাননারীর শাস্তির ব্যবস্থা, ইসকন নামের কমিটি বাতিল করাসহ ১৩দফা দাবী তুলে ধরেন।#
Leave a Reply