ছাতকে ডেভিলহান্ট অভিযানে
আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
ছাতকে নাশকতার অভিযোগে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিলহান্ট’-এর অংশ হিসেবে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হলেন মোহাম্মদ শামীম আহমদ। তিনি গোবিন্দগঞ্জ–সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও একজন ব্যবসায়ি। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ শামীম আহমদ গোবিন্দনগর–কোনাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আজিম উদ্দিনের ছেলে। গ্রেফতারের পর তাকে ছাতক থানায় নিয়ে যাওয়া হয়।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। ওসি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধী বা আইন ভঙ্গকারীর ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
##
Leave a Reply