Site icon ছাতক নিউজ ২৪ ডট কম

ছাতকে গোবিন্দগঞ্জ কলেজের অ‌বৈধ
অধ্যক্ষের অপসারনের দাবী‌তে প্রতিবাদ সমা‌বেশ

সুপ্রিম কোটের আপিল ডিভিশনে খারিজ
ছাতকে গোবিন্দগঞ্জ কলেজের অ‌বৈধ
অধ্যক্ষের অপসারনের দাবী‌তে প্রতিবাদ সমা‌বেশ

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি
ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষে সুজাত আলী র‌ফি‌কের
অপসারনের দাবী‌তে বৃহত্তর গো‌বিন্দগঞ্জবাসীর
উদ্দ্যো‌গে প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

গত শ‌নিবার বিকা‌লে উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ
ক‌লে‌জের সা‌বেক ভি‌পি আওলাদ আলীর রেজার বা‌ড়ি‌তে বৃহত্তর গো‌বিন্দগঞ্জবাসীর উদ্দ্যো‌গে ক‌লেজের অবৈধ অধ্যক্ষে অপসার‌নের দা‌বি‌তে প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্টিত হয়। সা‌বেক ইউপি চেয়ারম‌্যান আলহাজ্ব নিজাম উদ্দি‌নের সভাপ‌তি‌ত্বে সায়াদুর রহমান স‌া‌য়ে‌দের প‌রিচালনায় অনু‌ষ্টিত প্রতিবাদ সভায় বক্তব‌্য রা‌খেন,ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান লিটন,দ্বীনুল ইসলাম শ‌্যামল,হা‌বিবুর রহমান বাবলু,রেজাউল ক‌রিম রেজা,মোহাম্মদ আশরাফ,সোহাগ রানা ফাহিম,জা‌হিদ হাসান ডা‌লিম,আব্দুল গফফার,আশাফুর রহমান এনাম,সা‌বেক ইউপি মেম্বার আলী আশরাফ তা‌হিদ,আশিকুর রহমান,সুন্দর আলী বুলবুল,শা‌হিনুর রাজা চৌধুরী,তা‌হের আহমদ চৌধুরী,শামীম আহমদ,সুনামগঞ্জ জেলা প‌রিষ‌দে সদস‌্যআব্দুস শহীদ মু‌হিত,সা‌বেক ইউপি চেয়ারম‌্যান আখলাকুর রহমান,আওয়‌ামীলীগ নেতা আওলাদ আলী রেজা,মাষ্টার মা‌ফিজ আলী,আব্দুল ল‌তিফ মাষ্টার,বি‌শিষ্ট সা‌লিস ব‌্যক্তিত্ব মুজিবুর রহমান,উপ‌জেলা প‌রিষদে সা‌বেক চেয়ারম‌্যান অ‌লিউল রহমান রকুল প্রমুখ।
বক্তারা ব‌লেন কিন্তু সংশ্লিষ্ট কতৃপক্ষ কলেজ গর্ভনিং বডি জাতীয় বিশ্ববিদ্যালয় উর্চ্চ মাধ্যামিক শিক্ষা বোড ও শিক্ষা মন্ত্রনালয় সুজাত আলী রফিক দেশের প্রচলিত আইনে সুপ্রিম কোটের রায়কে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে বহাল র‌য়ে‌ছেন। অ‌বৈধ অধ্যক্ষে
সুজাত আলী রফিক নিয়মনীতি না মে‌নে নানা
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি
লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ লুটপাট করেছেন অ‌বৈধ অধ‌্যক্ষ। তার এ পদে থাকা বৈধ নয় বলে হাইকোট রায় দেয়। এ রায়ের ওপর সুজাত আলী রফিক বাদী
হয়ে সুপ্রিম কোটের আপিল ডিভিশনে লিভ টু আপিল করলে ও তার এ আপিল বিভাগের পুবেব এ রায় বহাল রাখা হয়।

অ‌বৈধ অধ্যক্ষ সুজাত আলী র‌ফিকের বিরু‌দ্ধে অনিয়ম দুনীতির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্টিত হয় গো‌বিন্দগঞ্জ এলাকায়। তার অপসার‌নের দাবী‌তে গো‌বিন্দগঞ্জ এলাকা
উত্তাল হ‌য়ে উঠে‌ছে।

Exit mobile version